শুক্র. নভে ১৫, ২০২৪

শেষ মুহূর্তে রং-তুলির আঁচড়ে সাজছে দেবী দুর্গা

শেষ মুহূর্তে রং-তুলির আঁচড়ে সাজছে দেবী দুর্গা: ছবি তুলেছেন জাহাঙ্গীর আলম জনি

নারায়ণগঞ্জে এবার পূজা হচ্ছে ২১৪টি মণ্ডপে। অনেক মন্দিরেই রং-তুলির কাজ শেষ হয়েছে। যেগুলোতে কাজ বাকি আছে সেখানে দিনরাত পরিশ্রম করছেন শিল্পীরা। 

সকাল থেকে গভীর রাত পর্যন্ত ব্যস্ত সময় পার করছেন নারায়নগঞ্জের প্রতিমা শিল্পীরা। জেলায় এবার ২১৪টি মণ্ডপে শারদীয় দুর্গোৎসব হবে। স্থায়ী অস্থায়ী মণ্ডপে চলছে প্রতিমাসহ মণ্ডপ সাজসজ্জা তৈরির কাজ। জেলায় শতাধিক শিল্পী দিনরাত পরিশ্রম করে প্রতিমা তৈরির কাজ চালিয়ে যাচ্ছেন। চলছে মাটির কাজ, রঙের কাজ। প্রতিটি দলে কাজ করছেন ৫-৬ জন শিল্পী; ১০-১২টি প্রতিমা তৈরির কাজ করছেন।

প্রতিমা শিল্পীরা কান্তি বলেন, ‘আমি ২২টা মন্দিরে প্রতিমা দিয়েছি, এখন এই সময়ে চলছে রঙের কাজ, ফলে কাজের বেশ চাপ রয়েছে, সকাল থেকে গভীর রাত পর্যন্ত কাজ করতে হচ্ছে। আমরা রাতদিন মিলিয়ে কাজ করছি।’

শারদীয় দুর্গাপূজা অন্য বছরের তুলনায় আরও নিরাপদ ও সুন্দর করার আশাবাদ জানিয়েছে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার বলেন, ‘৯ তারিখ থেকে ১৩ তারিখ পর্যন্ত সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমরা পূজা উদযাপন কমিটির সাথে বসেছি, তাদের কোনো সমস্যা আছে নাকি তা শোনার চেষ্টা করেছি। যে পূজা মণ্ডপগুলো আছে তার নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।’  

নারায়ণগঞ্জে উৎসব নির্বিঘ্ন রাখতে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করছে পূজা উদযাপন কমিটি। সার্বজনীন শারদীয় দুর্গাপূজাসহ সকল উৎসব উদযাপনের অনুরোধ জানিয়েছেন পূজা উদযাপন কমিটি।

By admin

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *