শনি. সেপ্টে ২১, ২০২৪

সংখ্যালঘুদের স্থাপনায় সেনাবাহিনীর নিরাপত্তা জোরদার

নারায়ণগঞ্জে সংখ্যালঘুদের বিভিন্ন মন্দির, উপাসনাল ও বিভিন্ন স্থাপনায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে সেনাবাহিনী।

বুধবার (১৪ আগস্ট) নারায়ণগঞ্জের দায়িত্বে থাকা সেনাবাহিনীর ৭ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি সংখ্যালঘুদের বিভিন্ন স্থাপনায় নিরাপত্তা দেয়। শহরের সাধু পৌলের গির্জা, সিদ্ধিরগঞ্জের গোদনাইলে চিত্তরঞ্জন কটন মিলসে শ্রী শ্রী হরিসভা মন্দির, সোনারগাঁয়ের বারদীতে অবস্থিত গুরুত্বপূর্ণ হিন্দু তীর্থভূমি লোকনাথ ব্রহ্মচারীর আশ্রম সহ বিভিন্ন উপাসনালয়ে নিরাপত্তা দিয়েছে।

এদিকে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে সোমবার (১২ আগস্ট) ও মঙ্গলবার (১৩ আগস্ট) বিভিন্ন মন্দির পরিদর্শনকালে সেনাবাহিনী সংখ্যালঘু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে নিরাপত্তা এবং জনসচেতনতামূলক আলোচনা ও মতবিনিময় সভা করেন। এছাড়াও বিভিন্ন সময়ে সেনাবাহিনী ধর্মীয় উপাসনালয় ও সংখ্যালঘু সম্প্রদায়কে নিরাপত্তার ব্যাপারে আশ্বস্ত করেন।

By admin

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *