শনি. সেপ্টে ২১, ২০২৪

দেশে ইসলাম কায়েম না থাকলে মানুষ অধিকার বঞ্চিত হয়- অধ্যাপক মুজিবর রহমান


জামায়াতের কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, বিজয়ের পর অনেক সুযোগ সন্ধানী দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে। তারা ডাকাতি, সন্ত্রাসী কার্যক্রম, জ্বালাও-পোড়াও করছে। তাদের প্রতিহত করার জন্য জনগণের প্রতি আহ্বান জানান তিনি।

কোটা সংস্কার আন্দোলনে শহীদ, দশম শ্রেণীর ছাত্র আদিল এর পরিবারের সাথে সাক্ষাৎ শেষে আজ ১০ আগষ্ট শনিবার সকালে নারায়ণগঞ্জের ফতুল্লায় ভূইঘর এলাকায় জনতার উদ্দেশে বক্তব্যদান কালে অধ্যাপক মুজিবুর রহমান এসব কথা বলেন।

অধ্যাপক মুজিবুর রহমান আরো বলেন, আইন শৃঙ্খলা বাহিনীর অনুপস্থিতির কারনে ছোট ছোট বাচ্চাগুলো রাস্তায় ট্রাফিকের দায়িত্ব পালন করছে। তাদের দায়িত্বানুভূতি ও কর্ম তৎপরতা প্রমান করে আগামী দিনের বাংলাদেশ হবে শান্তির বাংলাদেশ।

তিনি বলেন, ইতিহাস সাক্ষী অতিতে যেখানেই কোরআনের আইন চালু ছিল সেখানেই শান্তি ছিল, মানুষ তাদের ন্যায্য অধিকার পেয়েছিল । ইসলামি শাসনব্যবস্থা চালু না থাকার কারনে বাংলাদেশে বিগত দিনে যারা শাসন করেছেন তারা সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে ব্যার্থ হয়েছেন। এতে প্রত্যেকটি মানুষ তাদের অধিকার থেকে বঞ্চিত হয়েছে।

এ সময় অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন- জামায়তের কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমদ, ঢাকা মহানগরী দক্ষিণ নায়েবে আমীর জনাব আব্দুস সবুর ফকির, অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের আমীর ও ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা আবদুল জব্বার, নারায়ণগঞ্জ জেলা জামায়াতের আমীর জনাব মুমিনুল হক, জেলা সেক্রেটারি জনাব জাকির হোসাইন, নারায়ণগঞ্জ মহানগরী সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন, জামায়াতে নেতা ইঞ্জিনিয়ার আবদুল বাকি, নারায়ণগঞ্জ মহানগর ছাত্রশিবিরের সভাপতি আসাদুজ্জামান রাকিব, মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশন -এর সভাপতি হাফেজ আব্দুল মোমিনসহ নারায়ণগঞ্জ জেলার নেতৃবৃন্দ।

By admin

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *