টাইমস নারায়ণগঞ্জ : সাংগঠনিক শক্তিবৃদ্ধি সহ শ্রমিক কর্মচারীদের ন্যায্য দাবী আদায়ের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশন এর সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়।
শুক্রবার ( ৫ জুলাই) বিকেলে নারায়ণগঞ্জ শহরের শীতলক্ষ্যা নদীর তীরে ৫নং ঘাট পোর্ট এরিয়া এলাকায় বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশন এর সাধারণ সম্পাদক মোঃ সবুজ শিকদার মাষ্টার এর পরিচালনায় এবং সংগঠনের সভাপতি মোঃ মোজাম্মেল হক এর সভাপতিত্বে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের উপস্থিতিতে সাংগঠনিক সভাটি অনুষ্ঠিত হয়েছে।
সভায় সকল নেতৃবৃন্দের বক্তব্যে নৌ যান শ্রমিকদের চলমান সকল প্রকার সমস্যা সমাধানের জন্য সাংগঠনিক শক্তি বৃদ্ধি করার লক্ষ্যে আহবান জানান। তাছাড়া জাহাজী শ্রমিক/ কর্মচারীদের ভারতের নৌযান শ্রমিকদের ন্যায় বেতন-ভাতা সহ সকল সুযোগ সুবিধা প্রদানে সরকারের তদারকি আহবান করেন। নৌ পথে অবৈধ চাঁদাবাজি বন্ধে প্রশাসনের তৎপরতা বৃদ্ধি সহ নিরাপত্তার বিষয়টি বিশেষ গুরুত্ব সহকারে আলোচনা করা হয়।
সভায় আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশন কার্যকরী সভাপতি মঈন মাহমুদ, বাংলাদেশ নৌ – যান শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি জাকির হোসেন চুন্নু মাষ্টার, যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহীম খলিলুল্লাহ, সহ সম্পাদক মোঃ তৈয়ব, সাংগঠনিক সম্পাদক কবির হোসেন, দপ্তর সম্পাদক মোঃ আক্তার হোসেন সহ অসংখ্য নেতৃবৃন্দ।