উন্নয়নের রূপকার নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমানের নির্দেশে ফতুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফাইজুল ইসলামের স্বপ্ন ফতুল্লা ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার লক্ষে ফতুল্লার ৮নং ওয়ার্ডের পাঠানটুলি এলাকায় ৪৫০ ফিট দৈঘ্য ও ১২ ফিট প্রস্ত রাস্তার আরসিসি ঢালাইয়ের কাজের উদ্বোধন অনুষ্ঠিত হয়।
বুধবার (২৬ জুন) সকালে এ রাস্তার ঢালাইয়ের কাজের উদ্বোধন করেন ফতুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফাইজুল ইসলাম।
উদ্বোধন শেষে ফতুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফাইজুল ইসলাম বলেন,উন্নয়নের রূপকার নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান ভাই নির্বাচনের সময় এই এলাকা পরিদর্শন করেছিলেন তখন দেখেছিলেন তিনি একটু বৃষ্টি এলে এখানে হাঁটু পানি হয়ে যায় অনেক কষ্ট করে এ এলাকার মানুষ। এটি একটি ঘনবসতিত এলাকা তাই তার নির্দেশ কেউ জলাবদ্ধতার কারণে কষ্ট না পায়। তাই উপজেলার উন্নয়ন তহবিল থেকে আমাদের ফতুল্লা ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে আজ আরসিসি ঢালাইয়ের কাজের উদ্বোধন করা হলো। ৮নং ওয়ার্ডের মেম্বার নাজমুল হোসেন সবুজ মাধ্যমে ৪৫০ফিট রাস্তার আরসিসি ঢালাইয়ের মাধ্যমের কাজ শুরু হবে। আমাকে এই এলাকার মানুষ উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য ভোট দিয়ে নির্বাচিত করেছিলেন। সেই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে আজকে এই রাস্তা ঢালাই কাজের উদ্বোধন হলো। ইনশাল্লাহ আরো যে কাজ আছে আমরা ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সবগুলো কাজ করে দেব। সকলে মাননীয় এমপি মহোদয় শামীম ভাইয়ের জন্য দোয়া করবেন যাতে করে উন্নয়নের ধারা অব্যাহত থাকে।
এসময় উপস্থিত ছিলেন, ফতুল্লা ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ড মেম্বার নাজমুল হোসেন সবুজ, ৮ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক বাবু সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গরা।