নিজস্ব প্রতিনিধি: ভারতের উগ্র রামগিরি ও সংসদ সদস্য নিতেশ কর্তৃক মানবতার মুক্তির দূত বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা) কে নিয়ে কুটুক্তির প্রতিবাদে আয়োজিত ৩০ শে সেপ্টেম্বর বাইতুল মোকাররমে হেফাজতে ইসলাম ঢাকা মহানগরীর ডাকা সমাবেশ সফল করতে হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রোগ্রাম বাস্তবায়ন কমিটির নারায়ণগঞ্জ মহানগরের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৯শে সেপ্টেম্বর) নারায়ণগঞ্জ মহানগর হেফাজতে ইসলাম কার্যালয়ে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
এসময় নারায়ণগঞ্জ মহানগর হেফাজতে ইসলামের সাবেক সভাপতি মাওলানা ফেরদাউসুর রহমান বলেন,
আগামীকালের প্রোগ্রামে আমরা বিশাল কর্মী বাহিনী নিয়ে ঢাকা মহানগরী হেফাজতে ইসলামের ডাকে স্বতঃস্ফূর্তভাবে সমাবেশ সফল করব। আমরা কাজ নিয়ে আছি কাজ করে কুলপাই না কার বিরুদ্ধে বলবো কারো বিরুদ্ধে আমাদের কোন অভিযোগ নাই। আমরা প্রতিটি ওয়ার্ড থেকে প্রতিটি থানা থেকে প্রতিটি পারামহল্লা থেকে তৌহিদী জনতাদের উদার আহ্বান করছি আসেন আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি এই সুপারসুযোগে যদি কাজ করতে না পারি এই সুযোগ আর কখনো আসবে না।
দেখেন আমরা অফিসে হিন্দুদের মন্দির পাহারা দেওয়ার জন্য মিটিং করি আগামী ৯ তারিখে হিন্দুদের সবচেয়ে বড় দুর্গাপূজা এই পূজা তারা যাতে সুন্দরভাবে পালন করে সেজন্য আমরা মিটিং করি। আর আজ দেখেন ভারত আমাদের কি এজেন্ডা দিচ্ছে আমাদের নবীর নামে মিথ্যা অপবাদ। যে নবী বিশ্ব মানবতার দূত হিসেবে পৃথিবীতে এসেছিলেন যাকে সৃষ্টি না করলে পৃথিবীর কিছুই সৃষ্টি হতো না আপনার জন্ম হতো না আমার জন্ম হতো না। ওই হৃদয়ের স্পন্দন মুহাম্মাদুর রাসূলুল্লাহ (সা) কে কুটুক্তি করে আমাদের সামনে ইস্যু তৈরি করতে চায় তারা। রাসুল (সা:) বলে গিয়েছিলেন, গজওয়াতুল হিন্দ যুদ্ধ হবে। আমরা এখন সেই গজওয়াতুল হিন্দ এর পূর্বাভাস দেখতে পাচ্ছি। ভারতের ‘র’ এজেন্ট বাংলাদেশের যেভাবে ভারতের আধিপত্য বিস্তার হয়েছিল কোন যুদ্ধ ছাড়াই আধিপত্যকে বিতাড়িত করতে আমাদের পক্ষে সম্ভব ছিল না। আল্লাহ পাকের অশেষ রহমতে যুদ্ধ ছাড়াই বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে। আমি সর্বস্তরের সকলকে অনুরোধ করছি আগামীকালকের ঢাকা মহানগরী হেফাজতে ইসলামের ঢাকা সমাবেশ সফল করতে সকলকে যোগদান জানাচ্ছি।
এ সময় প্রস্তুতিমূলক সভায় নারায়ণগঞ্জ মহানগরের আওতাধীন সকল থানা, ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।