শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে ও কোটা সংস্কারের দাবিতে বিক্ষোভ

নারায়ণগঞ্জে কোটা সংস্কারের দাবিতে ও ঢাকায় আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

মঙ্গলবার (১৬ জুলাই) সকাল সাড়ে ১১ টায় শহরের চাষাঢ়া প্রেসক্লাবে সংক্ষিপ্ত সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে চাষাঢ়া ঘুরে বঙ্গবন্ধুসড়কসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।

মিছিল থেকে বিভিন্ন ব্যানার ফেস্টুনে নানা লিখায় কোটা সংস্কারের দাবিতে ও ঢাকায় আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদ জানানো হয়। এসময় শিক্ষার্থীরা নানা শ্লোগানে হামলাকারীদের হুশিয়ার করেন। কোন বাধাই আন্দোলন থেকে শিক্ষার্থীদের দূরে রাখতে পারবেনা বলে তারা জানান।

আন্দোলনে নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজ, নারায়ণগঞ্জ কলেজ, আইন কলেজ, মহিলা কলেজ, কদম রসূল কলেজসহ জেলার বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা অংশ নেন।

ট্যাগ:
জনপ্রিয় পোস্ট

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৬

শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে ও কোটা সংস্কারের দাবিতে বিক্ষোভ

প্রকাশঃ 10:06:41 am, Tuesday, 16 July 2024

নারায়ণগঞ্জে কোটা সংস্কারের দাবিতে ও ঢাকায় আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

মঙ্গলবার (১৬ জুলাই) সকাল সাড়ে ১১ টায় শহরের চাষাঢ়া প্রেসক্লাবে সংক্ষিপ্ত সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে চাষাঢ়া ঘুরে বঙ্গবন্ধুসড়কসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।

মিছিল থেকে বিভিন্ন ব্যানার ফেস্টুনে নানা লিখায় কোটা সংস্কারের দাবিতে ও ঢাকায় আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদ জানানো হয়। এসময় শিক্ষার্থীরা নানা শ্লোগানে হামলাকারীদের হুশিয়ার করেন। কোন বাধাই আন্দোলন থেকে শিক্ষার্থীদের দূরে রাখতে পারবেনা বলে তারা জানান।

আন্দোলনে নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজ, নারায়ণগঞ্জ কলেজ, আইন কলেজ, মহিলা কলেজ, কদম রসূল কলেজসহ জেলার বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা অংশ নেন।