রবি. সেপ্টে ২২, ২০২৪

নারায়ণগঞ্জে কোটা সংস্কারের দাবিতে বিক্ষোভ মিছিল

নারায়ণগঞ্জে কোটা সংস্কারের দাবিতে শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ জেলার ব্যানারে একদল শিক্ষার্থী।

রোববার (১৪ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জের প্রাণকেন্দ্র চাষাঢ়ায় বঙ্গবন্ধু সড়কে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করে। পরে মিছিলটি শহীদ মিনারে এসে সংক্ষিপ্ত সমাবেশ করে।

শিক্ষার্থীদের ব্যানারে উল্লেখিত দাবি ছিল, সকল গ্রেডে অযোক্তিক এবং বৈষম্যমূলক কোটা বাতিল করে সংবিধানে উল্লেখিত অনগ্রসর জনগোষ্ঠীর জন্য কোটাকে নূন্যতম মাত্রায় এনে সংসদে আইন পাশ করে কোটা পদ্ধতিকে সংস্কার করতে হবে।

এসময় মিছিল ও সমাবেশে অংশ নেন সরকাতি তোলারাম কলেজের শিক্ষার্থী সাইফুল ইসলাম, সৌরভ সেন, নারায়ণগঞ্জ আইন কলেজের ফারহানা মানিক মুনা, রায়হান শরীফ, নাজিমুদ্দিন ভুঁইয়া কলেজের মহিবুল্লা, ইউল্যাবের ইফাত ইমতিয়াজ সহ জেলার বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা।

By admin

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *