আত্মকর্মসংস্থানের লক্ষে দক্ষতা উন্নয়নে বিনামূল্যে বিউটিফিকেশন কোর্স চালু করেছে নারায়ণগঞ্জের সফল স্বেচ্ছাসেবী সংগঠন মানব কল্যাণ পরিষদ। একজন সফল উদ্যোক্ত হাওয়ার স্বপ্ন বাস্তবায়নে এগিয়ে যাওয়া দৃঢ় প্রত্যয়ে প্রশিক্ষণের কোন বিকল্প নেই এই প্রতিপাদ্য বিষয়ে ১৩ জুলাই শনিবার বিকেলে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া মাধবীলতা সিটি প্লাজায় সাংগঠনিক মিলনায়তনে ৩য় ব্যাচের এই প্রশিক্ষণ কোর্সের আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন সরকারি ভাবে শ্রেষ্ঠ সংগঠকের পুরস্কার প্রাপ্ত মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়া।
আর্তমানবতার সেবায় সামাজিক উন্নয়নে এগিয়ে আসার প্রত্যয়ে মানব কল্যাণ পরিষদের শিক্ষা বিষয়ক সচিব বুবলি আক্তারের সাবলীল সঞ্চলনায় বিনামূল্যে বিউটিফিকেশন কোর্সের প্রশিক্ষক হিসেবে বক্তব্য উপস্থাপন করেন বিউটি ক্রাফসট বাই ইলার পরিচালক ফাতেমা আক্তার ইলা। তিনি বলেন, নারীদের উগ্রগতি ও উন্নয়নে মানব কল্যাণ পরিষদ সেবার দ্বার খুলে দিয়েছে। আপনারা দক্ষ জনশক্তিতে পরিণত হয়ে মানবিক গুণাবলী দিয়ে মানুষের কল্যাণে কাজ করবেন এবং আত্মনির্ভরশীল হয়ে দেশ ও জাতি গঠনে এগিয়ে আসবেন। প্রশিক্ষণে মেকওভার ক্লাস মডেল ছিলেন অনামিকা। এছাড়াও উপস্থিত ছিলেন মোসাঃ মুক্তা, মারিয়া, মিতু, ফারজানা আক্তার পিংকি, মুন্নি আক্তার, আজমিরি সুলতানা, মাকসুদুর রহমান নূর সহ অন্যান্য।