শনি. নভে ১৬, ২০২৪

অনেকে গুজব ছড়াবে, দেখামাত্র বিশ্বাস করবেন না : ডিসি

নারায়ণগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মাহমুদুল হক বলেছেন, পূজার সময় সেনাবাহিনী, র‍্যাব ও বিজিবির টহল চলবে। অনেকগুলো বাহিনী সক্রিয় আছে এবং থাকবে। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। অনেকে গুজব ছড়াবে। অনেক পত্রিকার মনেগ্রাম দিয়ে তারা নিউজ করে, সুতরাং দেখামাত্র বিশ্বাস করবেন না। এগুলো যাচাই করবেন প্রশাসনের সাথে কথা বলবেন। কোথাও কোন ঘটনা ঘটলে আপনারা সাথে সাথে যোগাযোগ করবেন।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে শারদীয় দূর্গা পূজা উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় অংশ নিয়ে একথা বলেন তিনি। এসময় বিএনপি-জামায়াতসহ জেলা ও মহানগরের বিভিন্ন রাজনৈতিক দল ও সকল ধর্মের ধর্মীয় শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

ডিসি বলেন, নয় থেকে দশটি মন্ডপে একজন করে ম্যাজিস্ট্রেট থাকবে। সেখানে পুলিশ র‍্যাবের টহল থাকবে। পাশাপাশি আনসারদেরও নিয়োগ দেয়া হবে।

আজানের সময় আপনারা গান বাজনার বিষয়টা খেয়ার রাখবেন। আমরা আনসারদের জন্য বলব আপনারা তাদের খাবারের ব্যবস্থা করুন প্রয়োজনে। যেন ২৪ ঘন্টায় কেউ না কেউ যেন সেখানে থাকে। সরকার থেকে খাবারের জন্য পাঁচশ কেজি করে চাল দেয়া হয়। আপনারা পুলিশ ও আনসারদের খাবারের সমস্যা যেন না হয় সেটা দেখবেন। যেন তারা খাবারের জন্য বাইরে গেলে কেউ যেন কোন অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে।

সিসিটিভি ক্যামেরা শতভাগ নিশ্চিত করতে হবে উল্লেখ করে তিনি বলেন, প্রতিটা মন্ডপে আপনারা ভিজিট করবেন। র‍্যাবের সিও পাশা ভাই বলেছেন ব্যাগগুলো যেন চেক করা হয়৷ অপরিচিত কেউ আসলে তাদের ব্যাগগুলো যেন চেক করা হয়।

By admin

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *